নিউজ ডেস্ক, চাঁপাইনবাবগঞ্জ : আগামীকাল বৃহস্থপতিবার (১৫ই সেপ্টেম্বর ২০২২) হতে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি / দাখিল / এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এই পরীক্ষায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮৫৪ জন।
স্থানীয় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৯টি কেন্দ্রে এএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ০৩৯ জন, দাখিলে ৩ হাজার ০৬৫ জন ও এসএসসি/ দাখিল (ভোকেশনাল) ১ হাজার ৭৫০ জন।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে জেলা প্রশাসনেরর পক্ষ থেকে জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র সচিবগণকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সঠিকভাবে পরীক্ষার গ্রহণ করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনোভাবেই যাতে শৃঙ্খলা ভঙ্গ না হয় এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ থাকতে এবং পরীক্ষায় কোনোভাবেই যাতে পরীক্ষার্থীরা অসুদোপায় অবলম্বন করতে না পারে সেদিকে লক্ষ রাখতে কেন্দ্র সচিব ও পরীক্ষায় ডিউটিরত শিক্ষকগণকে বলা হয় বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান।
চাঁপাই এক্সপ্রেস/আরও
Leave a Reply