আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জঃ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিজিবির অভিযানে ২২,১০০ প্যাকেট পাতার বিড়ি ও ৯১,৫০০ টি বিড়ির পলিথিন ব্যাগ আটক করা হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২.৩০ মিনিটে চৌকা বিওপির নায়েক মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৬ মেইন হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২,১০০ প্যাকেট পাতার বিড়ি এবং ৯১,৫০০ টি বিড়ির পলিথিন ব্যাগ আটক করতে সক্ষম হয়।
অপরদিকে পিরোজপুর সীমান্তে অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশী মদ আটক করা হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩ টার সময় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ ফেরদৌস হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ২২ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
আটককৃত অবৈধ মদ, বিড়ি ও পলিথিনের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন বলে ৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply