শাহীন আকতার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ১৭ ও ১৮ তারিখ দুইদিন ব্যাপি ১২ দলের হিরো কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ অনুষ্ঠিত হয়েছে। দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে হিরো কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এতে সভাপতিত্ব করেন প্রগতি সংঘের সভাপতি মোঃ মামুনুর রশীদ, প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ(৩) জনাব হারুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব তসিকুল ইসলাম ছিলেন চীফ মার্কেটিং অফিসার নিলয় মটরস লিঃ জনাব মোঃ আবু আসলাম দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, ছিলেন ইসলামপুর ইউনিয়ন তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আজগর আলী, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আজিজ সহ প্রগতি সংঘে সদস্যবৃন্দ এলাকার জনগন সাংবাদিক ও বিশিষ্টজনেরা।
খেলার শেষ দিনে ২টি দলের মধ্যে বালিয়া ঘাটা ও আাই হাই রাহি চুড়ান্ত ফাইনালের লড়াইয়ে আাই হাই রাহি টিম চ্যাম্পিয়ন ট্রফি হিরো বাইক অর্জন করতে সমর্থ লাভ করে ও বালিয়াঘাট রানার্সাপ ফ্রিজ অর্জন সমর্থ অর্জন করে। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ( ৩) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply