আখতারুজ্জামান (ঈশা), চাঁপাইনবাবগঞ্জ : ‘বুদ্ধির খেলা দাবা শিখি-মানসিক স্বাস্থ্য ভালো রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে’ চাঁপাইনবাবগঞ্জ দাবা ফেডারেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নয়াগোলাস্থ জেলা পুলিশ লাইনসে্ এ “দাবা প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন। উক্ত দাবা প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক ২৪ টি স্কুল থেকে ২৬ টি দল অংশগ্রহণ করে।
দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার)।
চাঁপাই এক্সপ্রেস/এমআর
Leave a Reply