নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্না শেখ এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে । এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭২ বোতল এবং ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়। ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকায়নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অপরদিকে ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় সোনামসজিদ বিওপির দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে সোনামসজিদ বিওপির হাবিলদার মুন্সি মোমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/ঈসমাইল
Leave a Reply