নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও নাচোল দুই উপজেলার মদ্ধে অবস্থিত মহানন্দা নদীর মৌল্লিকপুর ঘাট পারাপারে ভুগছেন অনেক শিক্ষা প্রতিঠানের শিক্ষার্থী সহ ব্যাবসায়ী, পথযাত্রি, দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ।
প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের তৈরি নৌকায় এখনো ঝুঁকি পূর্ণ জলপথ পাড়ি দিচ্ছেন ভুক্তভোগী মানুষেরা। ২০২১সাল থেকে শুরু হয়ে মহানন্দা সেতুর কাজ চলমান রয়েছে, প্রতিবারের ন্যায় আবারো ৬ডিসেম্বর ২০২২ খ্রি সিমানা নির্ধারনের কাজ করেছেন শিবগঞ্জ উপজেলার এল জি ইডি অফিস টিম এবং পরিদর্শন করেছেন নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী চাঁপাইনবাবগঞ্জ এল জি ইডি অফিসার।
নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলীর সাক্ষাৎ কারে জানা গেছে ৩মাস পর জানা যাবে ভিত্তি স্থাপনের কথা। সেতুর- দৈঘ ৪ শত ৮মিটার, প্রস্ত ৭মিটার এবং উচ্চতা ডিজাইনের উপর নির্ভর হবে তবে আনুমানিক ৭মিটার। আগামী দুই বছরের মধ্যে “মৌল্লিকপুর ঘাট” মহানন্দা সেতুর কাজ সম্পুর্ন হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী।
Leave a Reply