নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর এলাকায় অভিযান চালায় তারা। এ সময় ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ডগুলি, নগদ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর ডিম ভাঙ্গা এলাকার ইসাহাক আলী (৩০); জনি ইসলাম (২২); ফারুক হোসেন (৩৭) এবং শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের জাকির হোসেন (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র কেনার সময় র্যাব তাদের আটক করে। আসামিরা রাজশাহীর গোদাগাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জের সালামপুরে এসে অস্ত্রগুলো কিনে তাদের নিজ হেফাজতে রেখেছিলো। এ বিষয়ে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
আখতারুজ্জামান/এমএন
Leave a Reply