আখতারুজ্জামান ঈসা: নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধি জীবীদের নির্মিত স্মৃতিফলকে পুষ্পর্পক অর্পণ ও ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শাহাদাত বরন স্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পর্পক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব -উল- ইসলাম, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম বার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল সামাদ, সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌস ইসলাম জেসি। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।
বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বীর মুক্তিযোদ্ধা ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বদ্ধ ভূমি স্মৃতিফলকে পুষ্পর্পক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানানোর কর্মসূচি চলে সকাল সাড়ে আটটা পর্যন্ত। এ ছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ জেলায় দিনব্যাপী আলোচনা সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের আয়োজন রয়েছে।
Leave a Reply