আখতারুজ্জামান (ঈসা) : বাংলাদেশ আ. লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০.৩০ দিকে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর নিজস্ব অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।
আব্দুল হাকিম ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম রূপকার গণমানুষের নেতা। দুই দুবারের সফল এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস কে বাংলাদেশ আ. লীগের জাতীয় কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ আ. লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রতি সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, পৌর ৬ নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুন, ১৪ নং ওয়ার্ড সহ-সভাপতি মুসা মোল্লা, ৩ নং ওয়ার্ড সভাপতি গুলজার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত সহ স্থানীয় আ. লীগের নেতাকর্মীরা।
Leave a Reply