আখতারুজ্জামান (ঈসা): আজ সকালে ১১টায় পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশুর সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসাঃ নাজমা জিনিয়া এর সভাপতিত্বে রেলিটি পৌরসভার প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় পৌরসভায় উপস্থিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে ও তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (UGIIP-III) এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র১ সালহে উদ্দীন,নারী ও শিশুর সভাপতি ও প্যানেল মেয়র ৩ নাজনীন ফাতেমা জিনিয়া,সচিব মোঃ মামুন- অর- রশীদ।এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ২ জিয়াউর রহমান আরমান সহ অন্যান্য কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীর বৃন্দ্র। বক্তারা আলোচনা সভায় বলেন বেগম রোকেয়া মহীয়সী নারী, তিনি মেয়েদের পথ প্রর্দশক হিসেবে কাজ করে গেছেন। বেগম রোকেয়া নারীদের আর্দশ হয়ে থাকবে।
Leave a Reply