আখতারুজ্জামান (ঈসা) : পৌরসভার আওতাধীন শেখ হাসিনা সেতুর সাথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে পৌরসভার আয়োজনে বিনপাড়ায় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনার সেতুর সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক শাহানুর রহমান, এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী আহরাম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে বলেন, চরাঞ্চলের চলাচলের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণ করেছে যার ফলশ্রুতিতে চিকিৎসার জন্য চর অঞ্চলের মানুষকে ভোগান্তি পোহাতে হয় না খুব অল্প সময়ে মধ্যেই জেলা শহরে গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এ সংযোগ সড়ক ফলে চরাঞ্চলের মানুষের শহরে প্রবেশে আরও সুবিধা হবে। তিনি জানান প্রকল্পের আওতায় রেহাইচর চরনয়নশুকা ও শংকরবাটি মৌজায় প্রায় ১৪ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের কাজ আগামী ২৩ সালের নভেম্বার এর মধ্যে বাস্তবায়নের চুক্তি রয়েছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি এসব কথা।
Leave a Reply