রিপন আলী : শিবগঞ্জ উপজেলা রানীবাড়ী চাঁদপুর এইচ আর ইঞ্জিনিয়ারিং-এর পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ । সোমবার (১৬ জানুয়ারী) দুপুর ১২ টায় শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহলামারী গরিবে নেওয়াজ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের এসব শীতবস্ত্র দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন এইচ আর ইঞ্জিনিয়ারিং এর পরিচালক, ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উপদেষ্টা, শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ, ৩৪ নং লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান,সাবেক বিজিবি সদস্য আশরাফুল আলম, ছয় নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের তথ্য ও প্রচার সম্পাদক রিপন আলী, প্রমুখ
এসময় বিজিবি সদস্য বলেন, জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে এইচ আর ইঞ্জিনিয়ারিং এর পরিচালক সবসময়ই মানবিক কাজ করেন। এরই ধারাবাহিকতায় আজ লহলামারী গরিবে নেওয়াজ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। যাতে এই শীতে হাফেজ দের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে তিনি বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
Leave a Reply