আখতারুজ্জামান (ঈসা) : চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দেশের স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সচিব সেরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাবেক চেয়ারম্যান মো. গোলাম নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন-অর-রশীদ, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, ফিক্সড ভাটা সমিতির সভাপতি আব্দুল খালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুল ইসলাম, সাংবাদিক আলামিন,অনিক দেওয়ান, ইমাম হাসান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এশিয়ান টিভির সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন উপস্থিত সাংবাদিকসহ অন্যান্যরা। পরে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply