আখতারুজ্জামান (ঈসা) : আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা শিক্ষা অফিসের আয়োজনে ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার মতো যোগ্য খেলোয়াড় তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ এবং জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম।
Leave a Reply