শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং

সিআইপি সম্মাননা পদক গ্রহণ করলেন মাহবুব আলম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
আখতারুজ্জামান: বাংলাদেশের শিল্প উৎপাদন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সরকার কর্তৃক ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পদক গ্রহণ করেছেন এরফান এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোঃ মাহবুব আলম।
সোমবার ২২ মে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২০২৩ ইং তারিখ মর্যাদাপূর্ণ এই সিআইপি সম্মাননা স্মারক মাহবুব আলমের হাতে তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ  মাহমুদ হুমায়ুন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন  উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
উল্লেখ্য, এরফান এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোঃ মাহবুব আলম মাত্র ৩৪ বছর বয়সে দক্ষতা, মেধা, যোগ্যতা দ্বারা বাংলাদেশের ক্ষুদ্র শিল্প উৎপাদন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সরকার কর্তৃক ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) পদক পান। তার এ সিআইপি পদক ওকে প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। আগামী ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের ব্যবসায়ী ও সূধী পক্ষ থেকে সিআইপি মোঃ মাহবুব আলমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14