চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের যা বললেন: প্রতিমন্ত্রী পলক  – চাঁপাই এক্সপ্রেস.কম
  1. chapaiexpress24@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. arifinridoy70@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
ইয়াবাসহ ডিবি চাঁপাইনবাবগঞ্জের হাতে গ্রেপ্তার এক যুবক শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি’র পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস উদযাপন  শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২জন ছিনতাইকারী গ্রেফতার শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গোমস্তাপুরে নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপ গাঁজাসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের যা বললেন: প্রতিমন্ত্রী পলক 

  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
আখতারুজ্জামান: ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৫২ বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, তরুণ প্রজন্মকে দক্ষ যোগ্য গড়ে তুলতে হবে।
সে কারণেই বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমাদের এ স্বাধীনতা কখনোই পূর্ণ হবে না, যদি আমার কৃষক-শ্রমিক পেট ভরে খেতে না পারে। যদি আমার মা- বোনেরা পরনের কাপড় না পায়, যদি আমার তরুণ-যুবকরা চাকরি বা কাজ না পায়। বঙ্গবন্ধু তরুণদের জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই স্বাধীন বাংলাদেশে অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হিসেবে নিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ চাই। প্রতিমন্ত্রী বলেছেন, “নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, বঙ্গবন্ধুর সেই সোনার মানুষ গড়ার কাজটাই সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
শনিবার (০৩) জুন সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ টাউন ক্লাবের মিলনায়তনে “নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -৩ সদর আসনের এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, শিবগঞ্জ -১ আসনের এমপি ড. শামিল উদ্দিন আহমেদ শিমুল, মহিলা এমপি সংরক্ষিত (৩৩৮) ফেরদৌস ইসলাম জেসি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাউন্ডার ও মেন্টার ইকবাল বাহার জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাওঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২২-২০২৩ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Theme Customized By Raytahost