রাজশাহী: রাজশাহী জেলার চারঘাট থানাধীন ১নং ইউসূফপুর ইউপির ইউসূফপুর কান্দিপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যা ৭টায় ইয়াবা-৮৬০ পিচ, মোটরসাইকেল-১টি, নগদ-২৫০০/-টাকা উদ্ধার সহ মো: ইসমাইল হোসেন (জয়)-২২, পিতা-রেজাউল করিম চন্ডিপুর থানা-রাজপাড়া রাজশাহী মহানগর, কে এম ফয়সাল ইসলাম (২২), পিতা- মোঃ রাজু আহম্মেদ সাং-দস্তানাবাদ, ইউপি-কাফুরিয়া থানা-নাটোর সদর জেলা-নাটোর‘কে গ্রেফতার করেছে র্যাব ৫ এর সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ১নং ইউসূফপুর ইউপির ইউসূফপুর কান্দিপাড়া জনৈকা রুপজান বেগমের বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদব্য বিক্রয় করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উক্ত তারিখ ঘটনাস্থলে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাদেরকে মোটর সাইকেলসহ আটক করে। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply