শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে আরাফাত নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত আরাফাত ওই এলাকার নাঈমের ছেলে।
শনিবার সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, রাস্তা পারাপারের সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজবাহী ট্রাকের নিচে চাপা পড়ে শিশু আরাফাত ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক ও গাড়ির চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ।
Leave a Reply