চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোমবার( ১৯ জুন) বেলা ১১টায় জেলা পরিষদ এর বীর মুক্তিযোদ্ধা মো. মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আফাজ উদ্দিন চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট আলোচনায় অংশ নেন জেলা পরিষদের উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের পদাধিকার বলে সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ন রেজা চৌধুরী, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ (ঝালু খান) জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুস সালাম(শিবগঞ্জ) হোসনে আরা পাখি (ভোলাহাট) কবির খান ( গোমস্তাপুর) তারিকুজ্জামান সুমন (নাচোল), সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম (সদর), শবনম সাবিহা কেয়া (গোমস্তাপুর) সহ অন্যান্য সদস্য বৃন্দ।
Leave a Reply