নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট।
ফাইনালে মুখোমুখি হয় শাহ নেয়ামতুল্লাহ কলেজ বনাম কৃষ্ণগোবিন্দপুর কলেজ ফুটবল দল। খেলায় টাইব্রেকারে জেলাপর্যায়ে চ্যাম্পিয়ন হয় শাহ নেয়ামতুল্লাহ কলেজ। আগামী ২২ জুন থেকে রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের খেলায় এই দুটি দল অংশগ্রহণ করবে।
আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ও এসএম রোকনুজ্জমান। এসময় জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
Leave a Reply