নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর এক্স ক্যাডেটদের নিয়ে গঠিত বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দিন ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিইউও সারোয়ার জাহান, প্রধান উপদেষ্টা BYCF চাঁপাইনবাবগঞ্জ ও শারীরিক শিক্ষা প্রধান নবাবগঞ্জ সরকারি কলেজ। মো: অহিদুজ্জামান, অতিথি শিক্ষক ICT বিভাগ নবাবগঞ্জ সরকারি কলেজ ও মো. তোরিকুল ইসলাম সিনিয়ার সহ-সভাপতি BYCF চাঁপাইনবাবগঞ্জ।
উক্ত কর্মসূচীর সভাপতিত্ব করেন, BYCF চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু সাঈদ আল জিহাদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইম হাসান রাজ সভাপতি BYCF শিবগঞ্জ উপজেলা, মোরশালিন ইসলাম সাধারণ সম্পাদক BYCF শিবগঞ্জ উপজেলা সহ জেলা ও উপিজেলা ইউনিটের বিভিন্ন সদস্য বৃন্দ।
এ সময় প্রধান অতিথি প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু মহোদয় বলেন, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ গ্রহন করেছে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চাঁপাইনবাবগঞ্জ। আমরা চাই এমন আরও বড় বড় ভালো উদ্দেশ্য নিয়ে যেনো সকল সেচ্ছাসেবী সংগঠন পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসে।
শহরের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি শিশু পরিবার সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্প নগরী বিসিক চাঁপাইনবাবগঞ্জ বৃক্ষরোপন করা হয়।
Leave a Reply