ডেস্ক নিউজ : চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামা বাজার এলাকা হতে বিকাশ এবং ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং সদস্য মো. আবু সুফিয়ান সিজু (১৯)কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া সিজু শিবগঞ্জ উপজেলার বাজিতপুর বাহাদুর মোল্লাটোলা গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজু নামের এক ব্যক্তি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বেশ কিছু টাকাসহ রাতে বাড়ি ফিরছিলেন। পথে মো. আবু সুফিয়ান সিজু ও তার দল রাজুর গতিরোধ করে। এ সময় রাজুর চোখ বেঁধে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার হেফাজতে থাকা দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা রাজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই ঘটনায় এবং এলাকায় কিশোর গ্যাংয়ের এমন উৎপাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ ঘটনায় রাজুর পরিবার সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত ৪-৫ জনের নামে অভিযোগ দায়ের করে।
র্যাব আরও জানায়, অভিযোগের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চামা বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সিজুকে শনাক্তপূর্বক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত অন্যদের নাম এবং ঘটনার বিবরণ উঠে এসেছে এবং তাদের গ্রেপ্তারে র্যাব ক্যাম্পের অভিযান চলমান রয়েছে।
গ্রেপ্তার হওয়া সিজুকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: গৌড় বাংলা
Leave a Reply