নিজস্ব প্রতিবেদক : ইন্টার ক্লাব কারাতে প্রতিযোগিতা-২০২৩ আয়োজনে ঢাকা ক্যান্টনমেন্ট সোতোকান কারাতে একাডেমি ও সহযোগিতায় বাংলাদেশ কারাতে ফেডারেশন খেলায় অংশগ্রহন করে ২৯টি পদক পেয়ে চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমি বাংলাদেশ ১৫টি ক্লাবের ভেতর ৪র্থ স্থান অর্জন করেছে।
১৭জন প্রতিযোগিতা ৩৪টি ইভেন্টে অংশগ্রহন করে ২৯টি পদক অর্জন করে। পদক সমূহ হলো, স্বর্ন পদক ৭টি (প্রথম স্থান), রৌপ্য পদক ৯টি (২য় স্থান) ও তাম্র পদক ১৩ টি।
সবাই কে অভিনন্দন জানিয়ে পদক তুলে দেন চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমি বাংলাদেশ এর সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক ডাঃ মো. গোলাম রাব্বানী।
Leave a Reply