নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে ওড়না পেঁচিয়ে মাসরুফা নামের ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ভূতপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসরুফা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মহিদুরের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর থেকে ব্যাটারিচালিত রিকশা ভ্যান যোগে মায়ের সাথে ফতেপুর যাওয়ার সময় মাসরুফার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply