নিজস্ব প্রতিবেদক : নাচোলে আপন খালু কর্তৃক ৪ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ মামলায় ধর্ষক মোহাম্মদ কাউসার আলী (৩৯) কে গ্রেফতার করে র্যাব-৫। র্যাব-১ ও র্যাব-৫ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ডিএমপির বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা কবরস্থান রোডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পে শুক্রবার (১৮ আগস্ট) সকালে এক প্রেস বিফিং এ লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, চলতি মাসের ১২ আগস্ট শনিবার গভীর রাত ১টায় আসামি কাউসার তার শয়ন কক্ষে ৪ বছরের শিশুর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে অসুস্থ করে ফেলে। ওই সময় তার স্ত্রী একই বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। একই দিন রাতে শিশুটির শারীরিক ব্যথা ও রক্তক্ষরণ শুরু হলে রাত সাড়ে ৮ টায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। পরে ১৩ আগস্ট শনিবার ভিকটিমের বাবা বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করলে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ অভিযানে আপন খালুর দ্বারা ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনার মূল আসামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ধর্ষককে নাচোল থানায় হন্তাস্তর করা হয়েছে বলে জানান র্যাব-৫ অধিনায়ক।
Leave a Reply