ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় শেখ কামরুল (৪৮) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের মামাতো ভাই আবুল হাসান (৩৭)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় উপজেলার উমপাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ফরিদপুরের সালতার সোনাতুন্দী এলাকার মৃত মান্নান শেখের ছেলে। তিনি বিজিবির খাগড়াছড়ি ব্যাটলিয়ানে কর্মরত ছিলেন।
নিহতের আত্মীয় মো. রাসেল হোসেন বলেন, কামরুলের বাবা মান্নান শেখ ২৯ আগস্ট মারা যান। বুধবার বাবার দাফন শেষে শুক্রবার মামাতো ভাইয়ের সঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওয়ানা হন। মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনা তার পরিবারে একটি শোক কাটিয়ে না উঠতেই আরেক শোকে কাতর।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, এক্সপ্রেসওয়ের উপপাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. রাশেদুল বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।
Leave a Reply