গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ পুকুর উদ্ধার করা হয়। শিশুটি নাম নিশি আক্তার।
সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের বাসিন্দা লিপুন আলীর মেয়ে। গত মাসের ২২ আগস্ট মায়ের সঙ্গে নানার বাড়ি চাঁড়ালডাঙ্গা গ্রামে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু নিশি আক্তার গত শনিবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকেন।
একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে নিশির ভাসমান লাশ দেখতে পান। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন কোন অভিযোগ না থাকায় পরিবার কাছে লাশ তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
Leave a Reply