নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ই সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া, মোল্লাটোলা হাই স্কুলের পাশে পাগলা নদী থেকে বেবি (২৯) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
মৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের পূর্ব চুনাখালি লালা পাড়া গ্রামের মৃত মোঃ ওমর আলীর কন্যা। মৃতের চাচা মোঃ শাহআলম বলেন, আমার ভাতিজি খুব সকালে বাড়ি থেকে আম বাগানে পাতা কুড়ানোর নাম করে বাড়ি থেকে বের হয়।
তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দেখতে পেয়ে আমরা পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছি, নিহতের চাচা আরও বলেন আমার ভাতিজির ছোটবেলা থেকে মাথায় সমস্যা আছে (মানসিক ভারসাম্যহীন) সেই কারণে হয়তো পানিতে পড়ে এমনটি হতে পারে।
স্থানীয়রা জানান, সকালে পাগলা নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ ভেসে যাওয়ার সময় আমরা দেখতে পেয়ে থানায় খবর দিয়েছিলাম। শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এস আই সুকমল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠান বলে জানান তিনি। পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি।
Leave a Reply