ডেস্ক নিউজ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার প্রস্তুতি নিলেও অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায় পিছিয়ে যাচ্ছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পরীক্ষা সম্পন্ন করতে চেয়েছিল ডিপিই।
সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডিপিই’র পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা (নিয়োগ) এস. এম. মাহবুব আলম।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় কিছু বিষয়ে জানতে চায়। আমরা তার জবাব দিয়েছি। অর্থ মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে আউট সোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়া যাবে না। এই নিষেধাজ্ঞা শিথিলের জন্য আমরা তাদের বলেছি। তবে আবেদনে অর্থের বিষয়টি উল্লেখই নাই।
তিনি আরও বলেন, পরীক্ষা আয়োজনের খরচ একেক সময় একেক রকম হয়। সাধারণত একটা প্রার্থীপ্রতি ২০০ থেকে ২০৫ টাকা খরচ হয়।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, পরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন না মেলায় এই নিয়োগ পরীক্ষা নিতে সময় লাগবে।
Leave a Reply