চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল নামে এক অটো চালক নিহত ও সেলিম নামে এক যুবক আহত হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত অটো চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নরেন্দ্রপুর হরিশপুরের এরফান আলী ওরফে ববি মাওলানার ছেলে রবিউল ইসলাম (২৭)। আহত যুবক একই এলাকার বাবর আলীর ছেলে সেলিম (১৯)।
আটক ট্রাক চালক রাজশাহী জেলার চারঘাট হলদেগাছী গ্রামের মৃত ফজলি বেগম ও মৃত আজিম উদ্দিনের ছেলে গাফফার আলী (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া-ট ১১-০৫১৫) বিশ্বরোড মোড়ের দিকে যাবার সময় পেছন থেকে একটি অটোকে ধাক্কা দিলে অটো থেকে চালক সড়কে ছিটকে পড়ে। এ সময় নিহত রবিউল এর মাথার উপর দিয়ে চাকা চলে যায়। বেরিয়ে পড়ে মাথার মগজ। অপরজন আহত হয়। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় নিহত রবিউল এর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply