চাঁপাই এক্সপ্রেস নিউজ : রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক ডা. ফাতেমা সিদ্দিকার ছেলে নাজমুল শাকিব কলগার্ল ও মাদকদ্রব্যসহ আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর শাহমখদুম থানার রায়পাড়া এলাকায় নিজের খামার বাড়িতে অনৈতিক কার্যকলাপের সময় কলগার্ল ও মাদকসহ শাকিবকে আটক করে পুলিশ।
শাহমখদুম থানার ওসি বলেন, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে নাজমুল শাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও মাদক আইনে দুইটি মামলা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply