চাঁপাই এক্সপ্রেস নিউজ : বিশ্বব্যাপী ‘Jawan-জাওয়ান’ মুক্তি পেয়েছে গতকাল ৭ সেপ্টেম্বর। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা কোটি টাকার লটারি জেতার আনন্দের মতো।
সেই উন্মাদনায় ভেসে এসআরকের বাংলাদেশি ভক্তরা গোটা এক সিনেমা হল ভাড়া করেছিলেন। এবার ভারতেও কিং খানের ভক্তরা হল ভাড়া করল ‘Jawan-জাওয়ান’ দেখতে।
জলপাইগুড়িতে ঘটেছে এ ঘটনা। শাহরুখ খান ফ্যানস ক্লাবের নর্থ বেঙ্গলের সদস্যরা করেছেন পুরো এক হল বুক। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছে শাহরুখ খান ফ্যানস ক্লাবের নর্থ বেঙ্গলের সদস্য সৌম্যজিত সাহা।
তিনি বলেন, “আমরা ফার্স্ট শো দেখব ভেবেছিলাম। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। সেকেন্ড শোয়ে পুরো হল আমরা বুক করে নিয়েছি। আমাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে শাহরুখের সিনেমা রিলিজ হলে প্রতি বছরই আমরা এইভাবে ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমাটা দেখে থাকি।
একটা ছোটখাটো অনুষ্ঠানও করে থাকি। আমরা মনে করি জওয়ান আগামীদিনে সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। সেই উন্মাদনায় আমারও এখন সামিল।
এছাড়া জওয়ানের সাফল্য কামনায় চলল প্রার্থনা। ফোটানো হচ্ছে বাজি, কাটা হচ্ছে কেক। কোনও কোনও হলের সামনে কিং খানের পোস্টারের সামনে দাঁড়িয়ে চলল দেদার নাচ, কোথাও কোথাও আবার হয়েছে পূজা, আরতিও। এদিকে মুক্তির দিনই শাহরুখের পাঠানকে পেছনে ফেলেছে ‘জাওয়ান’। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার।
এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।
Leave a Reply