ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সঙ্গবদ্ধ ইজিবাইক চোর চক্রের মূলহোতা সহ ৪ সদস্য কে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বেও চুরি, মাদক মামলা রয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী সিপিসি-১ র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চোর চক্রটি জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে সব অংশ ভিন্ন ভিন্ন করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এই বিষয়ে জানার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। অটোচুরি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা সহ ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আলামত হস্তান্তর ও মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply