ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসক কার্যালয়ের সামনে হতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, পৌরসভার প্যানেল মেয়র সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply