রাজশাহীতে ব্যাংক হিসাব থেকে টাকা গায়েব, কিছুই জানতেন না গ্রাহক – চাঁপাই এক্সপ্রেস.কম
  1. chapaiexpress24@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. arifinridoy70@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত গোমস্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু গোমস্তাপুরে নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে ডুবে মৃত্যু ৪দিন পর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সাবেক মেয়রের বাাড়িতে ককটেল হামলা, একটি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের শীতকালীন পিঠা উৎসব চিত্রনায়িকা মাহিকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছেন নৌকার প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৮জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে হাইব্রীড ধানবীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ পাঠানপাড়া সরকারি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় র‍্যালী ও আলোচনা সভা

রাজশাহীতে ব্যাংক হিসাব থেকে টাকা গায়েব, কিছুই জানতেন না গ্রাহক

  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখার হিসাব থেকে এক গ্রাহকের পৌনে তিন লাখ টাকা গায়েব হয়ে গেছে। মুঠোফোনে আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ১০টি নম্বরে এই টাকা সরিয়ে নেওয়া হয়েছে। অথচ গ্রাহক কিছুই জানতেন না। ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখেন, তাঁর জমানো টাকা প্রায় শেষ।

ভুক্তভোগী গ্রাহকের নাম আতিকুর রহমান। তাঁর সন্দেহ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছেন। এ ঘটনায় তিনি সোমবার রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নালিশি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আদেশটি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের রাজশাহী ও প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

গ্রাহকের পক্ষে আদালতে মামলাটি করেন জেলা জজ আদালতের আইনজীবী শাহীন আলম। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আরজিতে বলা হয়েছে, ভুক্তভোগী আতিকুর রহমান একটি বিমা প্রতিষ্ঠানের শাখাপ্রধান। তাঁর হিসাব নম্বর থেকে ২ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট ১০টি বিকাশ নম্বরে ১০টি লেনদেনের মাধ্যমে টাকাগুলো সরানো হয়।

বাদী আতিকুর রহমান বলেন, তিনি গত ১৫ আগস্ট ব্যক্তিগত কাজে ভারতে যান। ১৯ আগস্ট দেশে ফেরেন। ৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাঁর হিসাবে পর্যাপ্ত টাকা নেই। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ওই গ্রাহককে তাঁর ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী দেয়। তাতে টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মামলার আরজি আরও বলা হয়, দেশের বাইরে যাওয়ার জন্য গ্রাহক আতিকুর রহমান ব্যাংকে ডলার এনডোর্স করতে গিয়েছিলেন। তিনি যে ভারতে যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তাই জানতেন। আতিকুরের সন্দেহ, তাঁর অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পরদিন ৪ সেপ্টেম্বর তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর তিনি আদালতে নালিশি মামলাটি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আবির আহমেদ খান ব্যাংকের মানবসম্পদ বিভাগের অনুমতি ছাড়া কোনো কথা বলতে রাজি হননি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনাও দিয়েছেন আদালত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৩ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Theme Customized By Raytahost