চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাজা ও ১ টি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় ক-সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মডেল থানাধীন হরিপুর বোর্ডঘর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পূর্ব পার্শ্বে মেসার্স সাজ্জাদ আহম্মেদ এন্ড সন্স ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে রাস্তার উপর ভোর ০৪:৩০ ঘটিকায় সিগন্যাল লাইট প্রদর্শনের মাধ্যমে একটি ট্রাকের গতিরোধকরে ঘটনাস্থলে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে উক্ত ট্রাকটি তল্লাশি করে ট্রাকের বেক ডালার বডির ভিতর লবণের বস্তার নিচে ০৬ (ছয়)টি প্লাস্টিকের বস্তায় প্রতিটিতে ০৮ (আট) প্যাটি করে সর্বমোট ৪৮ (আটচল্লিশ) প্যাটিতে “গাঁজা” পলিথিনে মোড়ানো এবং কস্টেপ দ্বারা প্যাঁচানো প্রতিটি প্যাটিতে ০২ (দুই) কেজি করে সর্বমোট ৯৬(ছিয়ানব্বই) কেজি ‘গাঁজা’ সহ ড্রাইভিং সীটে বসা ট্রাক চালক মোঃ মিঠুন(৩০) ও তার পার্শ্বে বসা হেলপার মোঃ আল আমিন (১৯) কে আটক করেন।
এসময় চাবি’সহ ০১ (এক) টি ট্রাকে ১৯০ (একশত নব্বই) বস্তা লবণ সহ ড্রাইভার মোঃ মিঠুন (৩০) এর নিকট হতে ITEL নামীয় বাটন সেট ০১(এক)টি উদ্ধার ও জব্দ করেন।
ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জব্দকৃত “গাঁজা” সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে শিবগঞ্জ থানাধীন বালিয়াদিঘী ধনিপাড়াস্থ মোঃ তারেক (২৭) এবং মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু (৩০) কে তাদের নিজ নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করেন। তাদের কে উক্ত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা পারস্পারিক প্ররোচনায় ও জোগসাজসে দীর্ঘ দিন যাবৎ ‘গাঁজা’ ব্যবসার কথা স্বীকার করে এবং উক্ত গাঁজার ক্রয়কৃত মালিক মোঃ তারেক ও মোঃ শহিদুল ইসলাম ওরফে টাগু তারা নিজেই স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ক-সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১৯ (গ), ধারা ২৬(১) ও ৪১ ধারায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Leave a Reply