চাঁপাই এক্সপ্রেস নিউজ : জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর পৃথক অভিযানে ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও ০২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ ০৪ জন আসামি গ্রেফতার।
আজ শনিবার ইং ২৩/০৯/২০২৩ তারিখ ২৩:৫৫ ঘটিকায় সদর মডেল থানাধীন চর অনুপনগর গ্রামস্থ জনৈক কুতুবুলের মার্কেটের সামনে থেকে আসামি ০১) মো: আব্দুল কাদের (২২), পিতা: মোঃ মনিরুল ইসলাম মৃধা সাং-হাতনাবাদ থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী’কে ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করা হয়।
অপর অভিযানে রবিবার ইং ২৪/০৯/২০২৩ সকাল ০৯:৪০ ঘটিকায় সদর মডেল থানাধীন চর ইসলামপুর নামোচরি গ্রামস্থ আসামি ০১) মো: মোতাজুল ইসলাম (৪০) পিতা: মো: রোজদুল আলী, ০২) মোসা: রুবিনা (৩৫) স্বামী : মো: নাইমুল, ০৩) মোসা: জোসনারা বেগম (৩৬) স্বামী : মো: মোতাজুল ইসলাম সকলের সাং চর ইসলামপুর নামোচরি, থানা- সদর মডেল জেলা – চাঁপাইনবাবগঞ্জ গণ কে ০১ নং আসামির নিজ বাড়ি থেকে ০২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ আটক করা হয়।
উভয় ঘটনায় ধৃত আসামী গণের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
Leave a Reply