মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ – চাঁপাই এক্সপ্রেস.কম
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকায় মহানন্দা নদীতে ডুবে শফিকুল ইসলাম (৬০) নামে এক জেলে গত রবিবার থেকে নিখোঁজ রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ শফিকুল কে খুঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি।  নিখোঁজ শফিকুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম খলিল জানান, গত রবিবার বিকেলে মহানন্দা নদীর (শেখ হাসিনা সেতুর পশ্চিম পার্শ্বে) মাছ ধরার সময় বজ্রপাত আতঙ্কে শফিকুল নৌকা থেকে পড়ে যায়। শফিকুলের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে চেষ্টা চালালেও সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিখোঁজ ব্যক্তির পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি গত রবিবার রাতে মৌখিকভাবে জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চালমান রয়েছে।

এসকে/পি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14