চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক শিবগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের এনামুল হকের ছেলে রুবেল।
আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন থেকে নারায়ণপুরে আসার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন হতে ৪ জন নৌকায় ইট ও বাঁশ নিয়ে সদর উপজেলার নারায়ণপুর আসার সময় নৌকাটি ডুবে গেলে ৩ জন সাঁতরে পাড়ে উঠলেও রুবেল নদীতে তলিয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত ডুবে যাওয়া রুবেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply