চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃংঙ্খলা কমিটি’র সভা অনুষ্ঠিত – চাঁপাই এক্সপ্রেস.কম
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃংঙ্খলা কমিটি’র সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহম্মেদ, ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সহকারী কমান্ড্যান্ট মোঃ হুমায়ন কবির।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ইলিয়াস হোসেন তালুকদার, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যার্টাজী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, ভোলাহাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী আশুতোষ ঘোষ।
সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুন্যাল মূখ্যার্জী, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, নারী নেত্রী গৌরি চন্দ সিতু, বারঘরিয়া নতুনবাজার দূর্গা মন্দিরের সভাপতি শ্রী ভবসুন্দর পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সঞ্জিব সাহা, উপরাজারামপুর তাঁতীপাড়া দূর্গা মন্দিরের সভাপতি কানাই চন্দ্র দাসসহ অন্য’রা।
সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত এবং র‌্যাব-বিজিবি টহলে থাকবে বলে জানান জেলা প্রশাসক। আর জেলায় দূর্গা পূজা উদযাপনে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বিভিন্ন কমিটি’র সদস্য’রা
সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২০অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হবে। আর এবার জেলায় ১’শ ৫৮ টি পূজামন্ডপে শারদীয় দূর্গা পূজার প্রতিমা শোভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14