ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: বিশ্ব হাতধোয়া ও সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। আজ (১৫অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট চত্বর হতে র্যালি বাহির হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসার ডাঃ এস এম মাহমুদুর রশিদ, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহববুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্ত’রা বিশ্ব হাত ধোয়া ও সাদাছড়ি নিরাপত্তা দিবসের উপর সচেতনতা মূলক আলোচনা করেন।
Leave a Reply