নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু – চাঁপাই এক্সপ্রেস.কম
  1. chapaiexpress24@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. arifinridoy70@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত গোমস্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু গোমস্তাপুরে নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে ডুবে মৃত্যু ৪দিন পর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সাবেক মেয়রের বাাড়িতে ককটেল হামলা, একটি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের শীতকালীন পিঠা উৎসব চিত্রনায়িকা মাহিকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছেন নৌকার প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৮জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে হাইব্রীড ধানবীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ পাঠানপাড়া সরকারি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় র‍্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
চাঁপাই এক্সপ্রেস নিউজ : নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।
আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর  প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ রেবেকা সুলতানার স্বাক্ষরিত পত্রে নিয়োগ দেওয়া হয়।
অধ্যক্ষ পদে নিয়োগের আগে প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সেপ্টেম্বরে প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গেলে অধ্যক্ষ পদটি শূন্য হয়।
প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। পিতা: অধ্যাপক সিরাজুল ইসলাম, মাতা: তাহেরা ইসলাম। শিক্ষাজীবন: মাধ্যমিক ১৯৮৪, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ১৯৮৬, নবাবগঞ্জ সরকারি কলেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর, ১৯৯৯ সালে এম.ফিল এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন। শিক্ষকতায় অবদানের জন্য তিনি ২০০৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন। উল্লেখযোগ্য গ্রন্থ : নবাবগঞ্জ জেলার ইতিকথা (১৯৯০), বরেন্দ্র অঞ্চলের প্রাচীন কীর্তি (১৯৯৪), চাঁপাইনবাবগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য (১৯৯৫), চাঁপাইনবাবগঞ্জের লোকসংস্কৃতি পরিচিত (১৯৯৯), প্রমিত বাংলা ব্যাকরণ ও রচনা (১৯৯৯), বরেন্দ্র অঞ্চলের লোকসংগীত : আলকাপ (২০০৩), আদিবাসী লোকজীবন (২০০৭), গৌড় থেকে চাঁপাই (২০০৭) পুরস্কার : পাবলিক লাইব্রেরি সাহিত্য পুরস্কার (১৯৮৯), বাংলাদেশ কবিতা ক্লাব সাহিত্য পুরস্কার (২০০০), বাংলাদেশ-ভারত মৈত্রী সাহিত্য পুরস্কার (২০০০), রমেন ঘোষ স্মৃতি সম্মান (২০০২), এবং জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কার (২০০৬), ন্যাশনাল সার্টিফিকেট, বাংলাদেশ স্কাউটস (২০০৭) লাভ। বর্তমানে তিনি ফোকলোর গবেষক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৩ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Theme Customized By Raytahost