চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত – চাঁপাই এক্সপ্রেস.কম
  1. chapaiexpress24@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. arifinridoy70@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত গোমস্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু গোমস্তাপুরে নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে ডুবে মৃত্যু ৪দিন পর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সাবেক মেয়রের বাাড়িতে ককটেল হামলা, একটি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের শীতকালীন পিঠা উৎসব চিত্রনায়িকা মাহিকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছেন নৌকার প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৮জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে হাইব্রীড ধানবীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ পাঠানপাড়া সরকারি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় র‍্যালী ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেটের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ:  ‘‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
রবিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখার সভাপতি শফিকুল আলম ভোতা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহজামান হক। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সমাদ বকুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক জনাব মোঃ সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক জনাব আবু হুজাইফা।
সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৩ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Theme Customized By Raytahost