চাঁপাই এক্সপ্রেস নিউজ : ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। কোনো মুসল্লিকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্ফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার সকাল থেকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুধু ইহুদিরা প্রবেশ করছেন। সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনির বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র একটি স্থান। সেখানে শুধু তাঁরাই নামাজ আদায় করেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছেন।
Leave a Reply