ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল ২৩ অক্টোবর বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর বাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মোঃ বাদল (৪০), পিতা-মৃত একরামুল হক, মাতা-মোছাঃ আনিলা বেগম, সাং-ফাটা পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ সদর কে ২০০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত সময় হেরোইনের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য হেরোইন বহনের সময় র্যাবের আভিযানিক দল উক্ত আসামিকে আটক করে।পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার হেফাজত থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পূর্বেও মাদক সহ একাধিক মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
Leave a Reply