চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড – চাঁপাই এক্সপ্রেস.কম
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
madok drobbo jail
চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তৌহিদুল ইসলাম (২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১বছরের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাবু ওরফে শাহলাল নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৫অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তৌহিদ রাজশাহীর গোদাগাড়ী দিঘা মিয়াপাড়ার রবিউল আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৯ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। ওই দিন র‍্যাবের এস আই আব্দুল মোমিন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০২০ সালের ২২ মে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14