চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলিসহ মিঠুন (২৮) নামের একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
আটক মিঠুন শিবগঞ্জের নয়াগাঁ দেবীনগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট হতে চৌডালাগামী সড়কের হরিপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলিসহ মিঠুনকে হাতেনাতে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, আটক মিঠুন একজন অস্ত্র ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
Leave a Reply