আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস ও সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ নভেম্বর সকালে জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠান হয়।
শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ তাছমিনা খাতুন, জেলা সমবায় অফিসার আকরাম হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।
Leave a Reply