চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিকশার ধাক্কায় আলামিন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আলামিন নাচোলের আন্ধরাইল গ্রামের কামরুল ইসলামের ছেলে।
শনিবার (৪নভেম্বর) সন্ধ্যা দিকে নাচোলের আন্ধরাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কা দিলে গুরুতর আহত হয় আলামিন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। পথিমধ্যে মারা যায় আলামিন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
Leave a Reply