আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিক ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, মসজিদের ইমাম, কাজি, পুরোহিত, ফাদার অন্যান্য ধর্মের প্রতিনিধিরা। সার্বিক উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। মতবিনিময় সভায় জেলার ৩০ জন সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
Leave a Reply